সোমবার, ৬ মে, ২০১৯

পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

প্রিয় শুভকাঙ্ক্ষী!

শ্রদ্ধেয়জন, ন্সেহভাজন সহ সকল ফেসবুকবাসীদের প্রতি পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
اهلا وسهلا يا شهر رمضان.
Ahlan Wa Sahlan Ya RAMADAN. ☪️

Holy Month, A Month Of ALLAH,
May Allah Bless You with health & Happiness for this RAMADAN. 🕍

30 DAYS OF FORGIVENESS, 😊
FORGIVE ME BODY AND SOUL. 🤲
#Sobpnobuzz🤔 #Prince🤴🏻 #Ramadan☪️



বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

💠সময়ে সময়ে নিজেকে Update করুন,
💠নাহলে এই দুনিয়া আপনাকে Use করে Hang করে দেবে!

বুধবার, ৩১ মে, ২০১৭

✌নিজেকে গড়ে তুলুন দক্ষ কারিগর হিসেবে...✌

✌নিজেকে গড়ে তুলুন দক্ষ কারিগর হিসেবে...✌

🌍 বর্তমান বিশ্ব এমনিতেই এখন ভার্চুয়াল কাজের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তাই কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকা প্রয়োজন। জীবিকা নির্বাহ করে বেঁচে থাকার জন্য ভাল ডিগ্রি নিয়েও কোন পথ খুঁজে পাওয়া সম্ভব নই, যদি নিজের দক্ষতা না থাকে। নিজেকে দক্ষতা সম্পন্ন করার জন্য অন্যতম উপায় হল কম্পিউটার সম্পর্কে ধারনা থাকা। কেননা বর্তমানে বেশিরভাগ অফিসের কাজেই এখন প্রচলিত খাতা-কলমের বদলে কম্পিউটারের ব্যবহার অনেক বেশি। সব ধরনের চাকরির ক্ষেত্রেই এখন এই কথা প্রযোজ্য। বর্তমানে প্রায় প্রতিটি চাকরিতে কম্পিউটার জানা লাগে। সবেচেয়ে বড় কথা হলো; কম্পিউটার জানা থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার প্রতিদন্ধীও কমে যাবে। 

এককথায় বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটার জানাটা কতটা জরুরী। কম্পিউটার সম্পর্কে যে বিষয়গুলো অত্যান্ত জারুরী সেগুল হল:-

1) অপারেটিং সিস্টেম : 
আপনাকে কম্পিউটারের প্রাথমিক ব্যবহার আপনাকে জানতে হবে। যেমন; কম্পিউটার ওপেন-বন্ধ করা, ফাইল-ফোল্ডার চেনা, বিভিন্ন ফাইল সংরক্ষণ করে রাখা, ডিলিট হয়ে যাওয়া ফাইল ফেরত নিয়ে আসা। বিভিন্ন সফটওয়্যার ইনস্টল, আন-ইনস্টল করা। ফাইল কপি ও মুভ করা, রি-নেইম করা ইত্যাদি বিষয়াবলি। 

2। অফিস অ্যাপ্লিকেশন্স:
দ্বিতীয় নাম্বারে আপনাকে যে বিষয়টা জানতেই হবে তা হলো মাইক্রোসপ্ট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। বিশেষ করে এম.এস. ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট। এ তিনটি অ্যাপ্লিকেশনে আপনাকে হতে হবে সুপার বস। সরকারি বেসরকারি যে কোন অফিসে এগুলো লাগবেই। 

3) ইন্টারনেট: 
আপনি যথই মাছ-মাংস রান্না করেন, মশলা যদি না দেন, তাহলে আপনার মাছ-মাংশ মুখে দেওয়ার অবস্থা থাকবে না। ঠিক ইন্টারনেটও এরকম একটি বিষয়। টুকটাক গুগল সার্চ ও মেইল আদান-প্রদানেকই ইন্টারনেট বলেনা। এর আছে সদূরপ্রসারী ব্যবহার যা আপনাকে জানতেই হবে।
                                                                                                                আরিফ_________________

সোমবার, ২৯ মে, ২০১৭

রমজানের শুভেচ্ছা

পবিত্র মাহে রমজান উপলক্ষে, সকোল মুসলমান ভাই, বোন দের জানাই আন্তরিক শুভেচ্ছা ।
অাল্লাহ যেন সকোল মুসলিম ভাই বোন দের সুস্থ রাখেন,
এবং ছহি শুদ্ধ ভাবে নেক আমল করার তাওফিক দান করেন।

        আমিন__________

আফসোস, :-P

আগামীকাল (৩০ মে ২০১৭) বাংলাদেশে সম্ভাব্য ঘুর্নিঝড়ের নাম দিয়েছে- “মোরা”। এতে ১০ নম্বর বিপদ সংকেত দিয়ে সকলকে সাবধান করা হয়েছে। 
মুল কথা হলো- বরিশাইল্লা ভাষার মুল্য (মোরা) বিজ্ঞানীরাও বুঝলো কিন্তু আফসোস যে, দেশের অন্যান্য অঞ্চলের মানুষ বুঝলো না।

শনিবার, ২৭ মে, ২০১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা #মোঃ আরিফ বিল্লাহ

পবিত্র মাহে রমজান উপলক্ষে, সকোল মুসলমান ভাই, বোন দের জানাই আন্তরিক শুভেচ্ছা ।
অাল্লাহ যেন সকোল মুসলিম ভাই বোন দের সুস্থ রাখেন,
এবং ছহি শুদ্ধ ভাবে নেক আমল করার তাওফিক দান করেন।

        আমিন__________