✌নিজেকে গড়ে তুলুন দক্ষ কারিগর হিসেবে...✌
🌍 বর্তমান বিশ্ব এমনিতেই এখন ভার্চুয়াল কাজের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তাই কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকা প্রয়োজন। জীবিকা নির্বাহ করে বেঁচে থাকার জন্য ভাল ডিগ্রি নিয়েও কোন পথ খুঁজে পাওয়া সম্ভব নই, যদি নিজের দক্ষতা না থাকে। নিজেকে দক্ষতা সম্পন্ন করার জন্য অন্যতম উপায় হল কম্পিউটার সম্পর্কে ধারনা থাকা। কেননা বর্তমানে বেশিরভাগ অফিসের কাজেই এখন প্রচলিত খাতা-কলমের বদলে কম্পিউটারের ব্যবহার অনেক বেশি। সব ধরনের চাকরির ক্ষেত্রেই এখন এই কথা প্রযোজ্য। বর্তমানে প্রায় প্রতিটি চাকরিতে কম্পিউটার জানা লাগে। সবেচেয়ে বড় কথা হলো; কম্পিউটার জানা থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার প্রতিদন্ধীও কমে যাবে।
এককথায় বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটার জানাটা কতটা জরুরী। কম্পিউটার সম্পর্কে যে বিষয়গুলো অত্যান্ত জারুরী সেগুল হল:-
1) অপারেটিং সিস্টেম :
আপনাকে কম্পিউটারের প্রাথমিক ব্যবহার আপনাকে জানতে হবে। যেমন; কম্পিউটার ওপেন-বন্ধ করা, ফাইল-ফোল্ডার চেনা, বিভিন্ন ফাইল সংরক্ষণ করে রাখা, ডিলিট হয়ে যাওয়া ফাইল ফেরত নিয়ে আসা। বিভিন্ন সফটওয়্যার ইনস্টল, আন-ইনস্টল করা। ফাইল কপি ও মুভ করা, রি-নেইম করা ইত্যাদি বিষয়াবলি।
2। অফিস অ্যাপ্লিকেশন্স:
দ্বিতীয় নাম্বারে আপনাকে যে বিষয়টা জানতেই হবে তা হলো মাইক্রোসপ্ট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। বিশেষ করে এম.এস. ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট। এ তিনটি অ্যাপ্লিকেশনে আপনাকে হতে হবে সুপার বস। সরকারি বেসরকারি যে কোন অফিসে এগুলো লাগবেই।
3) ইন্টারনেট:
আপনি যথই মাছ-মাংস রান্না করেন, মশলা যদি না দেন, তাহলে আপনার মাছ-মাংশ মুখে দেওয়ার অবস্থা থাকবে না। ঠিক ইন্টারনেটও এরকম একটি বিষয়। টুকটাক গুগল সার্চ ও মেইল আদান-প্রদানেকই ইন্টারনেট বলেনা। এর আছে সদূরপ্রসারী ব্যবহার যা আপনাকে জানতেই হবে।
আরিফ_________________
দারুণ পরামর্শ,ধন্যবাদ
উত্তরমুছুন.........
উত্তরমুছুনwelcome